পানিস্তর পরিমাপক যন্ত্র

ভূগর্ভস্থ পানির স্তর নিয়মিত পর্যবেক্ষণে আর কোনো সমস্যা রইলো না। স্বল্প খরচে তা এখন করা সম্ভব। আর তা দেখিয়ে দিলেন বরেন্দ্র অঞ্চলে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প প্রকৌশলী জনাব নূরে আযম ছিদ্দিকী।
  
 




সম্প্রতি বরেন্দ্র অঞ্চলের পানি স্তর আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। পানি স্তর নিয়মিত পর্যবেক্ষণের জন্য এতদিন ব্যবহার করা হতো ম্যানুয়ালি দড়ির সাহায্যে। এছাড়া অটোমেটিক পানি পরিমাপের জন্য বাইরের প্রযুক্তিসম্পন্ন যা পাওয়া যায় তা অত্যন্ত ব্যয়বহুল। এক্ষেত্রে নূরে আযম ছিদ্দিকীর প্রস্তুতকৃত এ যন্ত্রটি পানি পরিমাপের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। 



অভিনন্দন আপনাকে। 







অসাধারণ জিওলজি

দেখলেই চোখ জুড়িয়ে যাবে এমন সব চমৎকার জিওলজিক্যাল ফিচার ছরিয়ে ছিটিয়ে আছে সারা বিশ্বে। মনোমুগ্ধকর এসব ফিচার নিয়ে হাজির হবো অচিরেই।