Geological Software

অনেক দিন ধরে ভাবছিলাম একটা পোষ্ট দেব। দেওয়া হচ্ছিল না। ভুতত্ত্ব ও খনিবিদ্যা বিষয়ে ব্যবহৃত হয় এমন কিছু সফটওয়্যার এর নাম। এগুলো ইন্টারনেটে সার্চ দিয়ে পাওয়া যাবে।

আমি একটা কথা বিশ্বাস করি। শেখার জন্য চুরিতে কোন পাপ নায়। আসলে ইন্টারনেটে এগুলো ঠিকই পাওয়া যাবে তবে পাইরেটেড ভার্সনগুলো। যেগুলো ক্র্যাক বা কিজেন বা প্যাচ দিয়ে পার্সোনালী ব্যবহার করা যায়। এর মধ্যে কোন কোন সফটওয়্যারের দাম ৪০ লাখ টাকার উপরে। তাই পাইরেটেড কপি দিয়ে শিখতে দোষের কি? তবে কার্যকরী পাইরেটেড ভার্সন ডাউনলোড করাটাও বিশাল কঠিন কাজ। বিশেষ করে দামী সফটওয়্যারগুলো। সফটওয়্যার নামের তালিকার সাথে সবশেষে দুটো প্রোগ্রামিং ল্যাংগুয়েজের নাম দিয়ে দেয়া হলো। কারন একটা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যদি স্টুডেন্ট লাইফে শেখা থাকে তবে তার সুবিধা ভবিষ্যতে খুবই ভাল হবে।

Geologic Software:

1. Rockware Rockworks 16
2. Rockware Logplot 7
3. Schlumberger Petrel
4. Schlumberger Eclipse
5. Surfer 11

Hydrologic Software:

1. ArcHydro (ArcGIS Extension)
2. ArcHydro Groundwater 3.3 (ArcGIS & ModFlow Extension)
3. Aquaveo SMS 11.1 (Surface-water Modelling System)
4. Aquaveo GMS 9.1 (Groundwater Modelling System)
5. Aquaveo WMS 9.1 (Watershed Modelling System)
6. Schlumberger Modflow

GIS & RS Software:

1. ArcGIS 10.2 Desktop (with all Extensions)
2. MapInfo 12
3. Quantum GIS
4. Erdas Imagine 2012
5. ENVI 4.7
6. Ilwis 3.08
7. Google Earth

CAD Software:

1. AutoCAD
2. AutoCAD Map 3D
3. AutoCAD Raster Design

Programming

1. Visual Basic
2. Python
(জিওলজি এন্ড মাইনিং গ্রুপ থেকে টোটন ভাইয়ের পোস্টটি নেয়া)

1 comment: