Calculation of structure of Amphibole Formula:
সমস্যাঃ
Amphibole এর ফর্মুলা আমরা জানিঃ AB2C5VI T8IV O22 (OH)2
এখন এর শানে নযুল জানবোঃ
A = 1 site formula unit;
B= 2 Site
C = 5 sites
T = 8 sites,
'OH' = 2 sites per formula unit.
আয়নসমূহেরও পছন্দ অপছন্দ আছে। তাই তারা যার তার পাশে বসে না।
এবার দেখবো কে কার পাশে বসে। (আমার পাশে বন্ধু হে—একটু বসিয়া থাকো )
Ions
|
Site
|
at A only
| |
Na
|
A or B
|
Ca
|
at B only
|
L type ions: Mg, Fe2+ , Mn2+, Li and rarer ions of similar size such as Zn, Ni, Co
|
at C or B
|
(M type ions) Al,
|
at C or T
|
(M type ions) Fe3+and more rarely Mn3+, Cr3+
|
at C only
|
High valency ions: Ti4+,
|
at C or T
|
Zr4+,
|
at C only
|
Si
|
at T only
|
Anions, OH, F, CI,
|
at “OH”
|
একনজর এই চার্টটির দিকে তাকাইঃ
ওকে, এবার আসি আসল সমস্যায়ঃ সমস্যা দেয়া থাকবে এটুকুঃ
তাহলে শুরু করা যাকঃ
স্টেপ ১: খাতার ল্যান্ডস্কেপে ৯/১০ টা কলাম আঁক। এখন Wt% কলামকে
১ নং কলাম ধরো। এবার যৌগ গুলোর Wt% কে তাদের প্রত্যেকের
পারমাণবিক ভর দিয়ে ভাগ করে তা ২ নং কলামে বসাও। এভাবে আমরা প্রত্যেক যৌগের molecular
proportion পেয়ে গেলাম।
উদাহরণস্বরূপঃ SiO2: 51.63 / 60.085 =
0.85928
স্টেপ ২ঃ এবার বের করতে হবে ক্যাটায়নের atomic proportions (৩ নং কলামে) । এজন্য যৌগে যতটি ক্যাটায়ন আছে তা দিয়ে ২ নং কলামকে গুণ
করতে হবে। যেমনঃ SiO2: 0.85928 x I = 0.85928 (একটি ক্যাটায়ন তাই এক দিয়ে গুণ),
অনুরূপভাবে, ৪ নংকলামে অক্সিজেনের atomic proportions বের করি। এখানে যৌগে যতটি
অক্সিজেন আছে তা দিয়ে ২ নং কলামকে গুণ করতে হবে। যেমনঃ SiO2 : 0.85928
x 2 =1.71857 ,
[বিঃদ্র- ধরে নেয়া হয় 2(OH) বিদ্যমান, এবং ১ টি অক্সিজেন= ২ টি হাইড্রজেন; যেমন- H2O ; সুতরাং ক্যাটায়নের চার্জ Amphibole
এর
সূত্রানুযায়ী, বাকী ২৩ অক্সিজেনের সমান; এই ২৩ অক্সিজেন ধারণাটি মনে রাখতে হবে]
খুব গুরুত্ত্বপুর্ণঃ Factor for
Recalculation of Atomic Proportion to 23 O Basis:
= 23/2.72185 = 8.45012
স্টেপ ৩ঃ এখন ৫ নং কলামে ২৩ অক্সিজেনের ওপর
ভিত্তি করে অ্যানায়ন বের করতে হবে; এজন্য ৪ নং কলামকে প্রাপ্ত 8.45012 দিয়ে গুণ দেই।(যেমনঃ SiO2: 1.71857 * 8.45012 =
14.52208)
স্টেপ ৪ঃ ৬ নং কলামে ২৩ অক্সিজেনের ওপর
ভিত্তি করে ক্যাটায়নের বের করতে হবে; এজন্য ৩ নং কলামকে প্রাপ্ত 8.45012 দিয়ে গুণ দেই।
যেমনঃ SiO2: 0.859283 * 8.45012 = 7.261
স্টেপ
৫ঃ ৬ নং কলাম থেকে এখন Ideal site-assignments (৭ নং কলাম ) গঠন করি-
পধতিঃ
(a) the eight (T) sites: place
all Si here; if Si < 8, fill the remaining sites with Al.
if Si +
total Al < 8, then place all Si + Al here.
(b) the five (C) sites place Al
remaining from step (a), Ti, Fe3+ (initially = 0), and Cr here. In the following order,
place enough Mg, Fe2+ and Mn to bring the total to 5.
•ifΣ( VI Al...Mn) < 5, then
place all these elements here.
(c) the two (B) sites (M4) place any Mg, Fe2+ or Mn
and Ca remaining after step (b) here.
•ifΣ(Mg...Ca) at B< 2, fill the remaining sites with Na to bring the total to 2.
(d) the single large(A) site
• place any remaining Na and K here.
ফর্মুলায় মান বসালেই হয়ে গেলো এম্ফিবোলের গঠন
।