“জিওলজি ইজ বেরি পানি অর আই ওয়ান্ট টু মেইক পানি জিওলজি”
জিওলজি মানে মাটি আর পানি না, আমি বলতেও চাইনি এটা পানির মত সহজ।
একটু অনন্ত জলিল কিংবা পুরাণ ঢাকার স্টাইলে কথা বললাম আর কী?
অনেকদিন ধরে ফান করিনা কারণ “My Legion Going” .
মানে আমার সঙ্গী সারথিরা চলে যাওয়ার পথে। তাই একটু কাইন্দা লইলাম।
চলে যাওয়ার সময় অটোমেটিক পানি বের হয়, চোখ দিয়ে। “The pet
think as stereotypes”. এটা আমাদের ঐতিহ্য।
এতক্ষণে বুঝতে পেরেছেন, কী কথা বলার জন্য এতো অবতারণা।
না, বিদায় না, এটা হলো “এনাগ্রাম”(Anagram) ।
উপরে ২ টি বাক্য উল্লেখ করেছি।
একটি “My Legion Going”। এই বাক্যটিকে উলট পালট করে সাজান
হবে “Geology & Mining”
আরেকটি বাক্য “The pet think as stereotypes” এটাকে
সাজালে হবে জিওলজির একটা বিখ্যাত স্বতঃসিদ্ধান্ত “Present is the
key to the past” .
সুতরাং বুঝতে পেরেছেন “এনাগ্রাম” কি?
অ্যানাগ্রাম (Anagram) এক ধরণের শব্দের খেলা (word play)।কোন
শব্দ বা বাক্যের অক্ষরগুলোকে যদি বিভিন্নভাবে বিন্যস্ত করার পর আরেকটি
অর্থপূর্ণ শব্দ বা বাক্য পাওয়া যায়, তবে তাকে অ্যানাগ্রাম বলে।
যেমনঃ orchestra শব্দটির অক্ষরগুলোকে পুনর্বিন্যাস করলে দাড়ায়
carthorse। listen হয় silent।এভাবে হাজার হাজার অ্যানাগ্রাম
বানানো যায় এবং বানানো হচ্ছে। কিন্তু এখানে এমন কিছু অ্যানাগ্রামের
কথা আলোচনা করবো যেগুলো পরস্পর কমবেশি অর্থপূর্ণ।
উদাহরণস্বরূপঃ
THE EARTHQUAKES: = THAT QUEER SHAKE
Debit card = Bad credit
Dormitory = Dirty room
Statue of Liberty = Built to stay free
A gentleman = Elegant man
Comfort is = Microsoft
The meaning of life = The fine game of nil
অ্যানাগ্রাম হতে পারে মূল শব্দের সমার্থক বা বিপরীত, প্যারডি,
সমালোচনা, প্রশংসাসূচক বা যেকোন অর্থবোধক শব্দ। একটা মজার
উদাহরণ- William Shakespeare = I am a weakish speller
অ্যানাগ্রাম সমাধানে capital letter বা small letter কোন গুরুত্বপূর্ণ
বিষয় না। এমনকি সুবিধামত কিছু যতি চিহ্নও অনেক সময় ব্যবহার করা
হয়। উদাহরণস্বরূপঃ
1. Mother-in-law = Woman Hitler (!!!)
2. The Titanic disaster = Death, it starts in ice
3. A decimal point = I’m a dot in place
4. Achievements = Nice, save them
সাহিত্যে অ্যানাগ্রাম প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়েছে। অল্প কয়েকটা
উদাহরণ দিই-
1. বিখ্যাত লেখিকা জে. কে. রাউলিং তার দ্বিতীয় বই Harry
Potter and the Chamber of Secrets-এ একটা
অ্যানাগ্রাম ব্যবহার করেছেন।
TOM MARVOLO RIDDLE = I AM LORD VOLDEMORT
2. হার্ভার্ডের প্রফেসর ও ঔপন্যাসিক ড্যান ব্রাউনের The Da Vinci
Code– এ কতগুলো অ্যানাগ্রাম পাওয়া যায়।
যেমনঃ O, Draconian devil = Leonardo Da Vinci Oh,
lame saint = The Mona Lisa
So dark the con of man = Madonna of the Rocks
এছাড়া কিছু উৎসাহী মানুষ যাদের অ্যানাগ্রামাটিস্ট (Anagrammatist)
বলে তারা কিছু সাহিত্যিক চরিত্রের অ্যানাগ্রাম বের করেন। এই যেমন-
1. Senator Palpatine = Parasite on planet
Star Wars মুভি সিরিজের এক ছদ্মবেশী খলনায়ক।
2. Ronald Weasley = Lose wand early
হ্যারি পটার সিরিজের অন্যতম চরিত্র যে কিনা রাউলিং-এর দ্বিতীয় গল্পে তার জাদুদণ্ড ভেঙে ফেলে। এছাড়া
3. Minerva McGonagall = Call governing ma’am
পটারের সেই জাঁদরেল অধ্যাপিকা।
4. Wormtail = I’m low rat
হ্যারির বাবার বিশ্বাসঘাতক বন্ধু পিটার পেটিগ্রু যে অ্যানিম্যাগাস হিসেবে
ইঁদুর হতে পারতো।
বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বদের নাম দিয়েও অ্যানাগ্রাম করা হয়েছে।
1. Princess Diana = End is a car spin
2. Nicolaus Copernicus = Our sun’s iconic place
3. George W Bush = He grew bogus
4. Antoine Lavoisier = Ion is a revelation
5. Adolf Hitler = A dirt of hell
অথবা A. Hitler = The liar
6. Barack Hussein Obama, President of the United
States of America,(=) “I make a nation free after
Bush’s undemocratic bias as the despot.”
এবার বিস্ময়কর কিছু অ্যানাগ্রাম-
The eyes = They see
Eleven + two = Twelve + one = 13
PRESBYTERIAN:= BEST IN PRAYER
ASTRONOMER: = MOON STARER
DESPERATION: = A ROPE ENDS IT
THE MORSE CODE: = HERE COME DOTS
SLOT MACHINES: = CASH LOST IN ME
ANIMOSITY: = IS NO AMITY
A DECIMAL POINT:= I'M A DOT IN PLACE
ELEVEN PLUS TWO:= TWELVE PLUS ONE
সবশেষে,
কিছু নামঃ Tanzir Ahmed= zenith drama/ hazard in met/ it hazard men
Al Kausar Sourav= our ark as lava us
আমার নাম 'Sumon Rahman'= 'Human ransom.'
এবার নিজের নামেরটা চেষ্টা করো দেখি !
No comments:
Post a Comment