আল্লাহর রাস্তায় বের হওয়ার পর কেউ যদি নিজেকে ইজতেমায়ী (সম্মিলিত) ও ইনফিরাদী (ব্যক্তিগত) মোট ১৬টি আমলে পুরোপুরি ইহতিমামের সঙ্গে জুড়ে রাখে। তবে তার পুরো সময়টাই কাজে লাগবে এবং ফায়দাজনক হবে। কাজেই এখানে ইজতেমায়ী ও ইনফিরাদী মোট ১৬টি আমল তুলে ধরা হলো।
ইনফিরাদী আমল ৮টি। যথা-
1. প্রতিদিন কমপক্ষে এক পারা
কুরআন তিলাওয়াত করা,
2. প্রতিদিন একটি হাদিস
মুখস্ত করা এবং তার অর্থের মধ্যে চিন্তা-ফিকির করা,
3. প্রতিদিন একটি করে
মাসনূন দোআ মুখস্ত করা,
4. তাহাজ্জুদ, ইশরাকসহ বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করা,
5. প্রতিদিন খুব কাকুতি মিনতি
করে আল্লাহর কাছে দীর্ঘ সময় দোয়া করা,
6. সাথী ভাইদের খেদমত করা,
7. সকাল-বিকাল তিন তাসবিহ
আদায় করা,
8. দৈনন্দিন ২৫ বার দাওয়াত
দেয়া।
ইজতেমায়ী আমল ৮টি।
1. মাশওয়ারা বা পরামর্শ,
2. সফর,
3. পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ,
4. পানাহার,
5. কিতাবের তালিম,
6. ঘুম,
7. উমুমি গাশত,
8. মুজাকারা।
No comments:
Post a Comment