G G G Geology

        G for God
G for Good
       G for Geology,
G for G-Logy
   Yes man, it’s not misspelling. G for “G”, “G” means “Yes” মানে জি, অর্থাৎহ্যাঁ
G-Logy Means হ্যাঁ তত্ত্ব।
আমরা না বলতে অভ্যস্ত,
ধূমপান কে না বলুন,
মিথ্যাকে না বলুন,
ঘুষ কে না বলুন,
আমরা কেনো প্রচার করিনা,
অন্যের অধিকার কে হ্যাঁ বলুন,
সততাকে হ্যাঁ বলুন,
দক্ষতাকে হ্যাঁ বলুন,
ছোটদের স্নেহ ভালোবাসাকে হ্যাঁ বলুন,
ইতিবাচকতা সুন্দর, ভালো কাজের সাথে পরিচয় করে দেয়,
নেতিবাচকতা ভয়ঙ্কর, খারাপ জিনিসের সাথে পরিচয় করে দেয়,
খারাপের প্রতি আকর্ষিত করে,
মাদক কে না বলুন, এখন এর প্রচারে যে শিশুটি মাদক চিনতো না, সে মাদক নামটির প্রতি স্বভাবতই কৌতূহলী হবে,
কিন্তু ভালো কাজের সাথে পরিচয় হওয়া ভালো কাজ চিনতে সাহায্য করে।
কথাটা কেমন হাস্যকর মনে হলেও ভালো কাজ আমরা চিনিনা, কেনোনা ভালো কাজের চর্চা নাই। ভালো কাজ চিনলে আমরা কেন ঝগড়া, ফ্যাসাদ করি খুন- মারামারি, সুদ-ঘুষ, অন্যের অধিকার ছিনিয়ে নেয়া কেন করি?
আমার মনে আছে, আমার মামা ছোটবেলায় আমাদের হাতের লেখা প্রাকটিস করাতেন।একদিন তিনিআমি প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করিএই বাক্যটি লিখে দিলেন এবং তা আমাদের পুরো পৃষ্ঠা লেখার হোমওয়ার্ক ছিলো।
আমার ছোটবোনটি জিজ্ঞাসা করেছিলো, প্রতিদিন একটি ভালো কাজ করতে হলেতো অনেকগুলো ভালো কাজ লাগবে। তারপর সে একটি লিস্ট তৈরি করেছিলো।
সেই খাতাটা আমার কাছে অনেকদিন পর্যন্ত ছিলো। তার কাছে ভালো কাজ ছিলো-
১। পিঁপড়া না মারা
২। মশা না মারা
৩। ফকিরকে ভিক্ষা দেয়া
৪। রাগ না হওয়া
৫। মিথ্যা না বলা
……………
মূলত ভালো কাজের চিন্তা ভালো কাজ করতে উৎসাহী করে, ভালো কাজ চিনতে সাহায্য করে।
হ্যাঁ যে প্রসঙ্গে ছিলাম, জি-লজি,
এই জি-লজির চর্চা করতে হবে।
হ্যাঁ-তত্ত্বকে ওয়েলকাম জানাতে হবে।
বলতে হবে, “YES”.
জীবন একটাই,
জীবন ভালো কাজের সমষ্টি;
Life, We are all living it. Or are we?
Change is generated from consciousness,
but where is consciousness generated from?
From the external.
And how do we control the external?
With one word.
And That Word is “YES”
Now
My Equation, G= God-Good-Geology.
All are beautiful words.
আহা কত সুন্দর সুন্দর পাথর, জিওলজির ভাষায় যাদের আমরা Rock n Mineral বলে থাকি, হাজার হাজার টার হাজার হাজার রঙ ঢং। নদী, সাগর, পাহাড় পর্বত, মাটির তলের জগত, মাটির উপরের জগত- শুধু সুন্দরের জয়গান গাইছে।
আর সব বানিয়েছেন সৃষ্টিকর্তা।
একটা গান মনে পড়লো-
আসমান সুন্দর, জমিন সুন্দর
সুন্দরে সুন্দরে পাল্লা,
জানিনা কত সুন্দর তুমি আল্লাহ” 
তাহলেজিসত্য সুন্দরের।
 =Yes Man=

No comments:

Post a Comment