সর্বংসহা ফেসবুক


কথাগুলো ব্যথা হয়ে
বুকের মধ্যে জমানো
নিশিদিন ভাবছি তাই
কি করে যায় কমানো।
মনের কথা তোমায় ক
হারিয়ে ফেলা মনের ভুল
আছো কোথাও অন্যে বিভোর
এই আমিটা  অপ্রতুল ।
এই আমিটা লিখে গেলো
গোপন কথা রুষ্ট দুঃখে
একলা আমার নিত্যসঙ্গী
সর্বংসহা ফেসবুকে। 

No comments:

Post a Comment