চটি
---------
"চটি" শব্দটা শুনলেই খারাপ শব্দ মনে করি, চটি গল্প মানে খারাপ গল্প ।
চটি বই বলতে পেপারব্যাক বইও বোঝানো হয়, বাঁধানো বইয়ের থেকে দাম কম।
লোকে নিঃসঙ্কোচে বলে চটি বই কিনলাম, অমুক সমগ্রটা কেনার ইচ্ছে ছিল, তবে দামটা বেশি ।
তবে এপারে আমরা চটি গল্প বলতে যা বুঝি ওপারে তা পানু নামে নাকী পরিচিত।
চটি বলতে চপ্পল ও বোঝায় ।
আবার চটি বলতে হ্যান্ডনোটও বোঝায় ।
ভাষা-বৃক্ষের উৎস ও তার ডালাপালার এক চমৎকার চিত্রায়ন |
ফাতরা
---------
‘ফাতরা’ শব্দের আভিধানিক অর্থ অপ্রয়োজনীয়, নিষ্প্রয়োজন, মূল্যহীন, ধাপ্পাবাজ, বাজে, হালকা, খেলো, বাচাল, বিরক্তিকর প্রভৃতি। ‘ফাতরা’ কোনো বিদেশি ভাষা থেকে আসা শব্দ নয়। আমাদের বহুল পরিচিত কলাগাছ থেকে ‘ফাতরা’ শব্দের উৎপত্তি। কলাগাছের পাতা ধরে টান দিলে পাতার সঙ্গে ফড় ফড় শব্দে যে শুকনো বাকল উঠে আসে তাকে ‘ফাতরা’ বলা হয়। কলাপাতা সংগ্রহের জন্য কলাগাছের পাতা ধরে টান দেওয়া হয় কিন্তু তৎসঙ্গে উঠে আসে অপ্রয়োজনীয় বস্তু ফাতরা। শুধু তাই নয় বাচালের মতো অর্থহীন ও ফড় ফড় বিশ্রী শব্দে সৃষ্টি করে বিরক্তি। কলাপাতা একটি প্রয়োজনীয় বস্তু, তবে তার সঙ্গে লেখে থাকা ফাতরা মূল্যহীন। কলাপাতাকে কাজে লাগাতে হলে ‘ফাতরা’ কেটে ফেলতে হয়। ফাতরা পরিষ্কার করা যেমন সময়ক্ষেপক তেমন বিরক্তিকর। ফাতরার এ অপ্রয়োজনীয় অবস্থান ও অবাঞ্ছিত বৈশিষ্ট্যকেই বাংলায় ‘ফাতরা’ শব্দে তুলে ধরা হয়েছে। এ শব্দের মাধ্যমে কলাগাছের ‘ফাতরা’ বড় ভীষণ যত্নে কলাগাছ থেকে আমাদের প্রাত্যহিক জীবনে নেমে এসেছে।
No comments:
Post a Comment