“মুঠোফোনে মাইনিং / লাইফ শাইনিং”

যদি প্রশ্ন করা হয়, আপনার নিত্যসঙ্গী কে? স্বভাবতই উত্তর আসবে- মুঠোফোন; (কী! আপনি কি মনে করেছিলেন!) হ্যাঁ, আপনার হাতের সেলফোনটি, শুয়ে, বসে, চলতে-ফিরতে, ক্লাসে, রিক্সা-বাসে সর্বত্র সবসময় এমনকি মসজিদেও (নামাজরত অবস্থায় অনেকেই ভুলে যায় এটি সুইচ অফ করতে) আপনার এই যান্ত্রিক ডিভাইসটি ছাড়া চলেনা, আর তাই যে যেভাবে পারছে এটাকে কেন্দ্র করে ব্যবসায়িক ফায়দা লুটে নেয়ার ফন্দি আটছে; আবার যুগের সাথে তাল মিলিয়ে চলতে এর প্রয়োজনিয়তাও বাড়ছে, বাড়ছে প্রায়গিকতা; জাভা, সিম্বিয়ানের পর এখন আণ্ড্রয়েড, উইন্ডোজ সবার হাতে হাতে; দামেও সস্তা, পাঁচ ছয়েই পাওয়া যায়; 



          রুচি, বৈচিত্র্য, ভিন্নতা ইত্যাদির পরও একটি স্মার্টফোন একজন  শিক্ষার্থীদের কাছে শিক্ষার অন্যতম উপকরণ তা বলার অপেক্ষা রাখে না; আর শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ডেভেলপ হচ্ছে নিত্যনতুন Apps. আমি আন্ড্রয়েডের উপর কথা বলবো; কেনোনা এই ইউজারের সংখ্যা বেশি;

            মোবাইল এপ্লিকেশনের বিশাল একটা গুদামঘর- গুগল প্লে এপ স্টোর ; এখানে এবং অনলাইনে অন্যান্য সাইটে তন্ন তন্ন করে খুঁজলাম মাইনিং এর কিছু Apps; পেয়েছি অনেক Apps (সবার শেষে সকল আপসের ডাউনলোড লিঙ্ক); কিন্তু যা খুঁজেছি তা পাইনি;

  "বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮ নীল পদ্ম";

না, ১০৮ টার দরকার নেই, একটা হলেই চলতো;

আইডিয়া এন্ড লাভাঃ

  আমি খুঁজেছিলাম, বাংলাদেশের জিওলজির আপস; বাংলাদেশের জিওলজি নিয়ে কোনো আপস নেই; অথচ লোকাল জিওলজি নিয়ে অনেক অনেক আপস রয়েছে, এবং তা মার্কিন মুলক কিংবা মধ্যপ্রাচ্যের; আছে টাইমস্কেল, জিওলজিক্যাল ডিকশনারি, হাইড্রলজি, লগিং, রক মিনারেল কুইজ ইত্যাদির উপর অনেক আপস যার ডাউনলোড লিঙ্ক আমি এই পোস্টের শেষে দিয়ে দিয়েছি;

            তাহলে যেহেতু এই Apps টা আমার দরকার, এবং সম্ভবত সবার প্রয়োজন এবং সেটি নাই, সুতরাং এই আপসটি আমাকে বানাতে হবে;

প্লানিং, দেন ড্রিলিং:

   আমার একটা টিম লাগবে; ৫-৬ জনের, সবাই জিওলজির পোলা, যারা Java, C, C++, Graphic Design জানো তারা আমার সাথে অতিসত্বর যোগাযোগ করো; যারা মনে করছ, আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে  বেসিক জ্ঞান অর্জন করতে পারবে তারাও ওয়েলকাম; কাজ করবো ধীরে ধীরে; Slow & Steady wins the race.

আর হ্যাঁ আমাদের টিমের একটা সুন্দর নাম লাগবে, যার নামটা সুন্দর হবে এবং সেলেক্টেড হবে তাকে আমাদের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে;

ক্যান লাগবে, ক্লাসে কি বাংলাদেশ জিওলজি পড়ায় নাই??: 

          পড়িয়েছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার; এখনও কিছু কিছু পড়তে হয়, কিন্তু ভুলোমন, ভুলে যাই;  কিচ্ছু মনে থাকে না; আসলে আমরা পড়িতো পাস করার জন্য, কোনোমতে পরীক্ষার খাতায় উদগীরণ করতে পারলেই হলো, ব্যস, কেল্লাফতে; তারপর সেই চটিনোট গুলোর অপেক্ষায় বসে থাকে অনুজরা, দিন গুনতে কবে ভাইয়াদের ভাইভা শেষ হয়; বাংলাদেশের জিওলজি চলে যায় ছোটদের হাতে, এভাবে ক্রমানুসারে  চলতে থাকে একটা জিওলজিক সাইকেল, হাজার বছর ধরে চলার রীতি এটাই;  

            বাংলাদেশের জিওলজি আর নখদর্পণে থাকেনা, মনোদর্পণেও না, তাই ভালো বুদ্ধি হলো মোবাইল দর্পণে রাখা (Apps); :)

আরো কিছু কেসস্টাডি তুলে ধরছিঃ (ঘটনাসমূহ বাস্তব কিন্তু চরিত্র কাল্পনিক )


কেসস্টাডি- ২: পরিক্ষা দিয়ে ট্রেডিশনাল নোট তো দিয়ে দিলাম, এখন রুমে আছে বই; এফ এইচ খানের Geology of Bangladesh; তবে বই আর খুলে দেখা হয়না, ইচ্ছে হয়না, ভুলভাল, কুচিয়ার ঠ্যাং, ব্যাঙ্গের ঠ্যাং হরেক রকম নোট পড়তে পড়তে অভ্যস্ত বইয়ের সুন্দর অক্ষরগুলো অস্বাভাবিক মনে হয়; তারপরো অনেকদিন পর যখন বইটা হাতে নিবো তখনেই রাশেদের আগমন; রাশেদ মানে আমার বন্ধু রাশেদ; ও এসে এভাবে টিজ করবে, খুব পরছো, পড়ো পড়ো……. জানি তো,তারপর বন্ধুদের মাঝে আমি খুব পড়ুয়া ছেলে বলে রটিয়ে দিয়ে আত্মপ্রসাদ লাভ করবে, শেষে পড়াটাই আর হলনা এই পড়ুয়ার;


কেসস্টাডি- ৩: আপনি বাস কিংবা ট্রেন জার্নি করে বাসায় যাচ্ছেন, আপনার পাশের ভদ্রলোকটি পত্রিকা পড়ছেন  কিংবা এলাকার কমরুদ্দিন চাচা চা স্টলে বসে চা খাচ্ছেন আর পুরু চশমার ফাঁক দিয়ে পত্রিকা পড়ছেন, পত্রিকার খবর “উন্মুক্ত খনি এবং গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির লংমার্চ;” চাচা গল্পপ্রিয়, বৃদ্ধ মানুষ গল্প করার লোক পান না; আপনি ছুটিতে গেছেন,আর চাচার সাথে দেখা, উনি জানেন আপনি খনি নিয়ে পড়েন, গল্প করার জন্যতো আপনারই দরকার; শুরু হলো গল্প, এখন বাংলাদেশের জিওলজিকে পাশ কাটিয়ে যাবেন কি করে? বেয়াদবি হবে মনে করে হয়তো চাচার কাছ থেকে ব্যস্ত আছি বলে উঠে যাবেন না; কিন্তু টাকা দিয়ে টিকিট কেটেছেন, তা ছেড়েতো আপনি উঠে যাবেন না, তাহলে বাংলাদেশের জিওলজি আপনাকে জানতে হবে, আপনি জিওলজির চাকরি করেন আর না করেন;



কেসস্টাডি- ৪: ছুটিতে বাসায় গিয়ে রেহাই নাই; ছোটো ভাইটিকে পড়াচ্ছেন, সামাজিক বিজ্ঞান বোঝে, কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দেওয়া ভূগোল অংশটুকু বোঝেনা; বোঝে না শিলা কি, চ্যুতি, উপত্যক, মালভূমি (কেনো যে এগুলো বাংলা করেছে, ইংরেজিটাই তো সহজ ছিলো); ছোটদের মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খায়, একটার পর একটা তৈরি হতে থাকে, এবং একটা সময় বাংলাদেশের জিওলজিতেও হাত দিবে ওগুলোর উত্তর দিবেন, গোঁজামিল দিবেন,  নাকি ঝাড়ি মেরে বলবেন “আসল পড়া কর” ; আমার ছোটটা বেশি দুষ্টু, উত্তর সন্তোষজনক না হলে মুখে বলেই দেয়, “ভাইয়া পারে না” ;



সুতরাং আপনাকে আপস লাগবে, বই সাথেতো নিয়ে যাবেন না সব জায়গায়; এক্ষেত্রে আপনি মনে করতে পারেন, একটা আপসে কতটুকু তথ্য আর থাকবে; আমাজান ডট কমে  F.H. Khan এর  Geology of Bangladesh বইখানার দাম ১৪৪ ডলার; (ডাউনলোডঃ http://www.amazon.com/Geology-Bangladesh-F-H-Khan/dp/8122402763 )গুনতে হবে, এরকম ৪-৫ টা বই একটা ছোট আপসে উপস্থাপন সম্ভব যা একেবারেই বিনামুল্যে;

কেসস্টাডি- ৫: আপনি ব্যাঙ্কের ভাইভা দিতে যাচ্ছেন, আর মনে মনে ভাবছেন, যাক বাবা, চাকরিটা হলে অনেক কিছু (!) থেকে রেহাই পাবো! কিন্তু ভাইভা বোর্ডে আপনাকে জিওলজির ছাত্র হিসেবে ঝালিয়ে নেয়ার জন্য বাংলাদেশের জিওলজি বিষয়ে প্রশ্ন করা হলো; এক্ষেত্রে আপনার বলার কোনো অধিকার নাই, আমিতো ব্যাঙ্কের ভাইভা দিতে আসছি, জিওলজির না; কেনোনা, ভাইভার কোনোপ্রকার সিলেবাস নাই, আপনাকে নাচাবে, তারপর চিন্তা করবে চাকরি আপনাকে দেয়া যায় কিনা যদি আল্লাহ সহায় হোন;

যাইহোক ভাইভা দেয়ার আগমুহূর্ত পর্যন্ততো আপনি আপনার ফোনটিতে আমাদের Geology of Bangladesh Apps টি পড়ে প্রস্তুতি নিতে পারবেন!

          এরকম আরো অনেক উদাহরণ আছে যা এই স্বল্প পরিসরে তুলে ধরা অসম্ভব;



এপস দেন, চালায় দেখিঃ

  এখানে কিছু জিওলজিক্যাল আপস দিলাম ডাউনলোড লিঙ্ক সহ; এগুলো আপনার এন্ড্রয়েড চালিত ফোনে ইন্সটল করে ব্যবহার করুন; উল্লেখ্য এগুলোর মধ্যে কিছু ফ্রি, আবার কিছু পেইড আপস আছে; পেইডগুলোর দাম কিন্তু খুব বেশি না, .50-1.70 ডলার এর মধ্যে;

ফ্রি এপ্সঃ 











পেইড এপ্সঃ 

Glossary of Mining & Geology: (1.68) 4 rat:-https://play.google.com/store/apps/details?id=com.colakey.T07.mining






পরিশেষে, সকলকে ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য, আমার জন্য দোয়া করবেন; আর এই সাইটে www.gmru.blogspot.com  ভিজিট করুন মাঝে মাঝে, আপডেট অনেক তথ্য পাবেন ; খোদা হাফেজ;