"প্রজেক্টে কাজ করে আয়"

 পড়াশুনার পাশাপাশি প্রজেক্টস এ কাজ করে পেতে পারেন বাড়তি আয়। এছাড়া আপনার এই কাজটা হতে পারে ইন্টার্ণশিপ যা পরবর্তীতে থিসিস বা বিদেশে Scholarship পেতে সাহায্য করবে॥ চাকরির ক্ষেত্রে প্রায়শই কাজের অভিজ্ঞতা চায়, এক্ষেত্রে একজন ফ্রেশারের করার কিছুই থাকে না॥ আপনি অনায়াসেই আপনার সিভিতে আপনার প্রজেক্ট কাজের তথ্য উল্লেখ করতে পারেন॥



কীভাবে কাজ পাবেন: 



এই প্রতিযোগিতার যুগে কোনো কাজ পাওয়া অত সহজ নয়, বিশেষত যেখানে আপনি কাজ করে এক মাসেই আয় করতে পারেন ১৫,০০০-৪০,০০০ টাকা; সেখানে কাজ পাওয়াটা ঝক্কি বৈকী॥ তারপরও আপনি হাল ছেড়ে দেয়ার পাত্র নন;কাজ আপনার চাই;তবে নিচের টিপস গুলো মনোযোগ সহকারে পড়ুন॥


১) আপনার টিচার কিংবা সুপারভাইজারের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন। রাস্তা,বিল্ডিং কনস্ট্রাকশন, বিদেশি প্রজেক্ট সহ অনেক কাজ সাধারণত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিকট আসে॥ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণত প্রজেক্টস এ কাজ পাওয়ার দিক থেকে এগিয়ে রাজশাহি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে॥


২) আপনার ডিপার্টমেন্টর বড় ভাই যারা বিভিন্ন জিওলজিক্যাল সেক্টরে জব করছেন তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন॥ আপনি তাদের আগেই বলে রাখুন যে নতুন কাজ আসলে আপনাকে যেন দেয়॥



৩) মনে রাখবেন 'দক্ষতা ছাড়া সততা শক্তিহীন'। কাজেই দক্ষ হন॥ আপনি কিছু সফ্টওয়ারের কাজ শিখে নিতে পারেন।যেমন: এমএস অফিস,সার্ফার,জিআইএস,রক ওয়ার ১৫ ইত্যাদি॥ আপনাকে আর ঠেকায় কে?



৪) আপনার পরিচিত কর্মকর্তাকে বলে রাখতে পারেন যে কোনো জিওলজিক্যাল প্রজেক্টস এ আপনি কাজ করতে ইচ্ছুক। 



একাডেমিক রেজাল্ট কোনো বাঁধা না, আপনি কতটা দায়িত্ব ও আন্তরিকতার সাথে কাজ করতে পারবেন সেটাই বিবেচ্য বিষয়। আপনার যাত্রা শুভ হোক। কাজ পেলে জানাতে ভুলবেন না॥





No comments:

Post a Comment