ওপার বাংলায় জিওলজি নিয়ে পেশাগত সুযোগসুবিধে


১. পৃথিবী এবং ভূত্বক নিয়ে গবেষণা বা তার উন্নতি বিষয়ক কাজকর্মের সুযোগ আছে, এরকম বিভিন্ন সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি করতে পারেন জিওলজি গ্র্যাজুয়েটরা।
২. জিওলজি নিয়ে পোস্ট গ্র্যাজুয়েটদের কাজের সুযোগ মেলে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজে, এডুকেশন অফিসার, রিসার্চ আ্যসোসিয়েট ইত্যাদি কাজে। তা ছাড়াও, স্বাধীনভাবে গবেষণার কাজও করতে পারেন কোনও জিওলজিস্ট।
৩. প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল উত্‌পাদক সংস্থা
৪. ভূ-অভ্যন্তরীণ জল বিষয়ে গবেষণাসংস্থা
৫. খনি গবেষণা সংস্থা
৬. সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন কোম্পানি
৭. পরিবেশ উন্নয়ন বিষয়ক কনসালট্যান্সি এবং সার্ভিস কোম্পানি
৮. বিভিন্ন পরিষেবা প্রতিষ্ঠান
৯. জাতীয় পরিবেশ গবেষণা প্রতিষ্ঠান
১০. জিওলজিক্যাল সার্ভে
১১. পরিবেশ সুরক্ষাদপ্তর

বাংলাদেশে জিওলজিতে চাকুরির বাজার আলোকপাত করেছি। এবার দেখি ভারতের পশ্চিমবঙ্গে কী সুযোগ সুবিধে রয়েছে । 

বিভিন্ন বিশ্ববিদ্যালয়

ভারতে যেসব বিশ্ববিদ্যালয়ে (এবং তার অন্তর্গত বিভিন্ন কলেজে) জিওলজি নিয়ে গ্র্যাজুয়েশন এবং উচ্চশিক্ষার সুযোগ আছে সেরকম কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করা হল,
কলকাতা বিশ্ববিদ্যালয়
কলকাতা
ওয়েবসাইট : www.caluniv.ac.in
কোর্স : জিওলজিতে বি এসসি, এম এসসি এবং পিএইচ ডি
যাদবপুর বিশ্ববিদ্যালয়
কলকাতা
ওয়েবসাইট : www.jadavpur.edu
কোর্স : জিওলজিতে বি এসসি, এম এসসি এবং পিএইচ ডি
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়্গপুর
পশ্চিমবঙ্গ
ওয়েবসাইট : www.iitkgp.ernet.in
কোর্স : জিওলজিক্যাল সায়েন্সে এম এসসি এবং পিএইচ ডি
বধর্মান বিশ্ববিদ্যালয়
বধর্মান
ওয়েবসাইট : www.buruniv.ac.in
কোর্স : জিওলজিতে বি এসসি, এম এসসি এবং পিএইচ ডি
আলিগড় মুসলিম ইউনিভার্সিটি
আলিগড়
ওয়েবসাইট : www.amu.ac.in
কোর্স : জিওলজিতে বি এসসি, এম এসসি এবং পিএইচ ডি
বেনারস হিন্দু ইউনিভার্সিটি
বারাণসী
ওয়েবসাইট : www.bhu.ac.in
কোর্স : জিওলজিতে বি এসসি, এম এসসি এবং পিএইচ ডি
জওহরলাল নেহ্রু বিশ্ববিদ্যালয়
নয়া দিল্লি
ওয়েবসাইট : www.jnu.ac.in
কোর্স : এনভায়রনমেন্ট বা ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সে এম এসসি, এম ফিল এবং পিএইচ ডি
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
রাজা রামমোহন রায়
ওয়েবসাইট : www.nbu.ac.in
কোর্স : জিওলজিতে বি এসসি, এম এসসি এবং পিএইচ ডি

No comments:

Post a Comment