তিতাস থেকে ফিরেঃ অভিজ্ঞতা ও একটি প্রশ্নপত্রের ড্রিলিং

এতদিন যারা তিতাসের নাম শুনলেই হাপিত্যেশ করেছিলো, তিতাস ঘুরে এসে সে হতাশা কেটে গেছে আশাকরি। তবে নতুন করে কিছু প্রশ্নও দানা বেঁধেছে। আমাদের অনেকেই আছে, যারা শুধু স্রেফ এতো টুকুই জানি, জিওলজি পড়লে তিতাস, পেট্রোবাংলায় চাকরি করা যায়। কিন্তু জন্মেও তিতাস, পেট্রোবাংলার উঠোনে পা দেইনি। আজ যখন পা দিলাম তখন অনেকটা দেরীতে। ইশ! অনেক আগে ঘুরে যেতে পারলে কাজ হতো। কি কাজ হতো! আশা বাঁধতাম, স্বপ্ন দেখতাম, রেজাল্ট অনেক ভালো করতাম, একটা সম্পর্ক তৈরি হতো ইত্যাদি। হাপিত্যেশটা এখানেই।
আর যারা জিওলজিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে তাদের কথা ভিন্ন।


এখন কথা হলো, লোভ খুব গুরুত্বপূর্ণ। পড়াশুনার জন্য চাকরির জন্য একটা Passion থাকা দরকার। টান অনুভব না হলে ভালো করা যায়না। ভালোবাসাতো একপেশে হয়না। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার শুধুই ফিল্ড আর প্রোজেক্ট করে গেলাম, এতো কষ্ট করে আমাদের মাইন্ড সেটআপ হয়ে গেছে যে জিওলজি পড়তে হলে কষ্ট করতে হবে। কষ্টের পর সুখ আছে এটা সহজ সমীকরণ। মাস্টার্সে তিতাস পরিভ্রমণেই মনে হলো... সুখের খনি আসলেই আছে। সুখ কথাটা আপেক্ষিক। তবে অনেক পয়সা আছে। গাড়ি বাড়ি সবই আছে। কর্মস্থলের পরিবেশটাও রাজকীয়।

আমরা আমাদের কনফিডেন্স লেভেল হারিয়ে ফেলেছি। ঘুরে ফিরে সেইএকই কথা। নেতিবাচকতা। তবে তিতাস গেলে সেই হারানো সম্পদটাকে ফিরে পেতে পারেন। তিতাস, বাপেক্স, পেট্রবাংলা একান্তই আপনার সম্পত্তি মনে করবেন না। সেখানে আপনার মতই অন্য ডিসিপ্লিনের স্টুডেন্টরা জব করেন। যেমন, তিতাসের এমডি কমার্সের, জিএম আইনের। তবে মজার বিষয় হলো ওনারা সবাই রাজশাহী বিশ্যবিদ্যালয়ের স্টুডেন্ট। আর, ৫ জন জিওলজিস্টের মধ্যে ৪ জনই আমাদের ডিপার্টমেন্টের।

আমাদের বিভিন্ন স্পট ঘুরিয়ে দেখালেন ওখানকার জিওলজিস্ট, আমাদের ডিপার্টমেন্টের বড় ভাইয়া আপুরা। তাঁদের বোঝানোর স্টাইলে আপনি মন্ত্রমুগ্ধ হবেন।আমাদের যেকোনো প্রশ্নের জবাব ইনস্ট্যান্ট। জিওলজি ভাইয়াদের নখদর্পণে। অনেক ম্যাচিউর। তবে আমার মনে হয়, সপ্তাহ খানেক তত্ত্বাবধানে থাকলে আমাদেরও যে কেঊই তা ওরকম সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে।

হ্যাঁ, সেই তিতাসের সোনার হরিণকে ধরতে কি করতে হবে?
=> আপ্লাই করতে হবে সার্কুলার হলে। পরীক্ষা সাধারনত নিয়ে থাকে বুয়েট। নির্বাচন পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং ভাইভা। প্রশ্নের ধরণ-এমসিকিউ, মাঝে মধ্যে শর্ট প্রশ্নত্তর। বাংলা ইংরেজি সাধারণ জ্ঞ্যান কবর পর্যন্ত আপনাকে তাড়াবে। তবে সাধারণ জ্ঞ্যানের কিছু প্রশ্নও জিওলজি কেন্দ্রিক হতে পারে।


নিচে আমি CIL Coal Geology Question Papers, Exam 2012 CIL নমুনা স্বরূপ উপস্থাপন করলামঃ
The most abundant element in the earth’s crust is
A. Sodium
B. Potassium
C. Oxygen
D. Silicon
সঠিক উত্তর : C
Which of the following energy sources dose not come originally from the sun
A. Wind
B. Ocean thermal energy conversion
C. Geothermal
D. Hydroelectric
সঠিক উত্তর: C
Ca-montmorilloniteis formed by the chemical weathering of(A) calcite(B) augite
(C) orthoclase (D) forsterite
সঠিক উত্তর: B
In which ofthe following crystal systems, the characteristic symmetry elements “a two-foldaxis of rotation and at least two planes of symmetry” are possible?
(A) Tetragonal (B) Hexagonal
(C) Orthorhombic (D) Monoclinic
সঠিক উত্তর: C
Which one ofthe following basins is producing petroleum from the coal-rich reservoir rocks?
(A) Rajasthan Basin (B) Cambay Basin
(C) Cauvery Basin (D) Krishna–Godavari Basin
সঠিক উত্তর: B