কলিকাতার কবিভাবাপন্ন, কাব্যানুরাগী কানাই কর্মকারের কাজলাঞ্জন কনিষ্ঠা কন্যা কামিনী কর্মকার,কপাল কুঞ্চিত করিয়া, কঙ্কন কচলাইয়া, কাকা কেদার কর্মকারকে কানে কানে কোমল কন্ঠে কহিলো,কাকা কুঞ্জে কৃষ্ণ-কালো কোকিল কাকুতি করিতে করিতে কুহু কুহু করিলেও কলিকাতার কতিপয় কালো কাক,কোকাইতে-কোকাইতে কোন কারণে কুলক্ষনে কা-কা করে?কোন কালের কাকেরা কা-কা করিয়া কাকে কাকা কহিতেছে?কুহেলী কাকেদের কাকা কে?কটুভাষী, কৃপণ কেদার কাকা কটাক্ষে কটমট করিয়া কহিলেন- কন্যা, কপাল কুঞ্চিত করিতেছো কেনো?কোকিল কুহু কুহু করিলে, কাকও কা-কা করিবে,কেনোনা কা-কা করাই কাকের কাজ, কাজেই কাক কা-কা করে।ক্লিষ্ট কাকের কপালে কা-কা করাই কঠিন কর্তব্য।কাকেদের কাকা কোনো কালেই কেহ না।

No comments:

Post a Comment