নদী না হলে

নদী না হলে

     সুমন রহমান

নারী তোমার নাম হবে না
বাঁশির সুর আর ভাসবে না
দেখা করার তীর পাবে না
ভালোবাসার ঘ্রাণ পাবে না।

কুবের কপিলার প্রেম হবে না
গল্প হবে না, ঘাট হবে না,
লম্ফঝম্পও না, সাঁতার হবে না,
ঢাপঢুপ খেলা হবে না।

ও নদীরে --- গান হবে না,
মাঝি হবে না, সুর হবে না
আমাদের ছোটনদী- ছড়া হবে না
ছোটদের পড়া হবে না।

নাব্য হবে না, কাব্য হবে না
বন হবে না, বাঘ হবে না
আইন হবে না, চুক্তি হবে না
হিস্যা হবে না, বন্ধুত্ব হবে না ।

একা থাকার সঙ্গী পাবে না
উদাস তাকানোর স্রোত পাবে না
নিজের প্রতিচ্ছবি পাবে না
আঁকাআঁকির উপাদান পাবে না।

জোয়ার হবে না, বান হবে না
পলি জমবে না, সেচ হবে না
ভাত হবে না, ডাল হবে না
শুন্য, খরায় মানুষ বাঁচবে না।

সেতু হবে না, ভীতু হবে না
ঋতু হবে না, মিনারেল হবে না
নৌকো হবে না, পাল হবে না,
ইলিশ হবে না, মাছ হবে না।

চাষ হবে না, বাস হবে না,
বাঁধ হবে না, বিদ্যুৎ হবে না
ইন্ডাস্ট্রি হবে না, চাকরি হবে না,
সাধ হবে না, বেশ হবে না

লবণ হবে না, পবন হবে না
ঢেউ হবে না, দোলা দিবে না
ধানের শিস দোল খাবে না
অপরূপ দৃশ্য হবে না।

নদীমাতৃক দেশ হবে না
যোগাযোগ রক্ষা হবে না,
যা হবে তা অল্প কথায়
বলা সম্ভব হবে না।

No comments:

Post a Comment