বাগর্থ কৌতুক: ১০, ১১



বাগর্থ কৌতুক/১০

========
চিড়িয়াখানা এক অদ্ভুত জায়গা। 

এখানে খাঁচার পশুরা নাকি মানুষের পাগলামি দেখে আর মনে মনে হাসে। আমাদের দেখার জন্য বাচ্চা-কাচ্চা নিয়ে চলে আসে।
একটা খাঁচায় লেখা : আসামি বানর। 
লেখা দেখে চমকে ওঠে পরাণ আলী। 
বানর কীভাবে আসামি হয়? আর যদি আসামি হয় তো চিড়িয়াখানায় কেন? সরকার কী তা হলে চিড়িয়াখানকে আসামিখানা বানাতে চাইছে? 
পরাণ আলী কাছে গিয়ে দেখল : বানরটা ভীষণ উগ্র। সত্যি তো এমন উগ্র হলে তো সে আসামি হতেই হবে। কিন্তু দণ্ডবিধির কত ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে?
দণ্ডবিধির কোনও ধারায় নয়। 
আসলে বানরটা আসাম থেকে আনা হয়েছে।
এ জন্য আসামি বানর।
--------------
সূত্র: রঙ্গরসে বাংলা বানান, ড. মোহাম্মদ আমীন, হাওলাদার প্রকাশনী।



বাগর্থ কৌতুক/
========
নেছার সাহেব তার শুভ জন্মদিনে শালার কার্ড পেয়ে তেলেবেগুনে জ্বলে উঠেন। 
দৌড়ে আসেন বউ : অন্তত আজকের দিনটা শান্ত থাক।
কীভাবে শান্ত থাকি, দেখ কী লিখেছে তোমার ভাই।
কী লিখেছে?
নেছার সাহেব কার্ডটি তুলে দেন বউয়ের হাতে : শুভজন্ম দিন।
দুলাভাইকে শুভেচ্ছা দিয়েছে, সমস্যা কী?
কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আমরা লিখি এবং বলি ‘শুভ জন্মদিন’। কিন্তু সে লিখেছে ‘শুভজন্ম দিন’। এর মানে কি জান? ‘শুভ জন্মদিন’ বাক্য জন্মদিনের শুভেচ্ছাজ্ঞাপক। কিন্তু ‘শুভজন্ম দিন’ সন্তানসম্ভবা মাকে উদ্দেশ্য করে বলা হয়। যেন তিনি সুন্দরভাবে সন্তান জন্ম দিতে পারেন। আমি কি সন্তানসম্ভাবা? ছি! তোমাকে লিখলে কিছুটা বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যেত। তুমিও তো এখন বাজা।
বউ বলল : আমার ভাই কিছু লিখলে তুমি ভুল ধরো। আমিও ভুল ধরতে পারি। ‘শুভ জন্মদিন’ শুভেচ্ছাজ্ঞাপক নয়।
তা হলে কী?
এ বাক্য দিয়ে, শুভ নামের একটা ছেলেকে জন্ম দিতে বলা হচ্ছে।
প্রত্যেক ভাষাতে এমন কাণ্ড দেখা যায়। ইংরেজি ভাষায় বানান বিভ্রাট সমস্যা আর মধুর, আরও মারাত্মক। একজন ভদ্রলোক তার প্রতিবেশির নিকট থেকে একটা মেসেজ পেল : Sorry Sir, I am using your wife day and night especially as you are not at home most of the time. In fact I probably use your wife much more than you do! I'm confessing this to you now because I've been feeling very guilty and I hope you will accept my sincere apologies.


সংবাদটা পেয়ে প্রতিবেশী অসুস্থ হয়ে পড়ল। তার হৃদকম্পন বেড়ে ঝড়। বিছানায় ছটফট করছে। এর কিছুক্ষণ পর আবার একটা মেসেজ এল: Sorry Sir, I made a spelling mistake! I meant your wifi.
---------

No comments:

Post a Comment